AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববির বঙ্গবন্ধু হলের খাবারে মেটাল, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
০৮:৫৬ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৩
ববির বঙ্গবন্ধু হলের খাবারে মেটাল, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের খাবারে মেটাল পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিবার (২৯ জানুয়ারী) দুপুরে এই ঘটনা ঘটে।

 

বরিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সুমন নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খাবার খেতে গেলে ভাতের সাথে এই মেটালটি দেখতে পায় বলে জানা যায়। পরে ওই শিক্ষার্থীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এর আগেও এরকম ঘটনা আরো ঘটেছে বলে জানান হলের আবাসিক শিক্ষার্থীরা। উক্ত ঘটনায় শিক্ষার্থীরা প্রসাশনের উদাসীনতা ও ক্যান্টিন পরিচালকের গাফিলতিকে দায়ী করছে।

 

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, মাঝেমধ্যে ভাতে বালু সাদৃশ্য ময়লা পাওয়া যায়, এবং মেটাল জাতীয় পদার্থ পাওয়া যায় ৷পরিষ্কার পরিছন্নতার অভাব ও ভালো ভাবে চাল না ধোঁয়ায় এমন পদার্থগুলো খাবারে পাওয়া যায় ৷ মাঝেমধ্যে মাছের কোয়ালিটিও ভালো থাকেনা। অভিযোগ দিলে সাময়িক সরিয়ে নেয় ৷ কিন্তু স্থায়ী কোন সমাধান হই না ৷ আগামীকাল প্রোভোস্ট স্যার বরাবর লিখিত দিব বিষয়টি নিয়ে ৷

 

প্রতিনিয়ত খাবারে এমন মেটাল পাওয়া যায় অভিযোগ দিলে সাময়িক সরিয়ে নেয় ৷ কিন্তু স্থায়ী কোন সমাধান হই না ৷ আগামীকাল প্রোভোস্ট স্যার বরাবর লিখিত দিব বিষয়টি নিয়ে ৷

 

আরেক শিক্ষার্থী শামীম আহসান বলেন,হলগুলোর খাবারে ভেতর মেটাল ও মাজনের ক্ষুদ্রক্ষুদ্র অংশ পাওয়া যায় ৷ কিছুদিন আগে বঙ্গবন্ধু হলে খাবার খেতে গেলে খাবারের এসব মেটাল ও মাজনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ  খাবারের ভেতর পাই ৷ ক্যান্টিনের বয়কে জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলে স্থায়ী কোন সমাধান লক্ষ্য করা যায় নি ৷

 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. তানজিল জামান বলেন, এ ধরণের মেটাল খাবার হিসাবে গ্রহণ করলে  তীব্র পেটব্যাথা, ডাইরিয়া হওয়ার সম্ভাবনা আছে ৷

 

বিষয়টি নিয়ে ক্যান্টিন পরিচালক সাকিব বলেন,আমরা অনেক লোকের খাবার তৈরী করি ৷ আমরা চেষ্টা করি যাতে এমন না ঘটে তারপরও ভুল ত্রুটি হয়ে যায় ৷পরবর্তী এমন যেন না ঘটে সে বিষয়ে আমরা আরও সতর্কবান হব ৷

 

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমন কোন বিষয় আমাকে জানানো হয়নি বা কেউ এখনো লিখিত কোনো অভিযোগ দায়েরও করেনি। যদি এমন ঘটনা ঘটে তাহলে ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটিয়ার খাবারে পলিথিন পাওয়া যায়। এর রেশ কাটতে না কাটতেই আবারও শিক্ষার্থীরা এই ঘটনার সম্মুখীন হয়।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!