AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবির সিনেট নির্বাচনে আবদুল অদুদ এর মনোনয়নপত্র জমা


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৭:৩২ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৩
ঢাবির সিনেট নির্বাচনে আবদুল অদুদ এর মনোনয়নপত্র জমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুল অদুদ। 

 

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সহকারী রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ভুইয়ার নিকট তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

 

এসময় উপস্থিত ছিলেন ঢাবি সমাজকল্যাণ অ্যালামনাই ফোরামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক, প্রেসিডিয়াম মেম্বার আলাউদ্দিন জসিম, সহ সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান মীর, সাংগঠনিক সম্পাদক পালোয়ান রনি, সদস্য আমিনুল ইসলাম মায়া, মাহবুব তানজিম, সাজ্জাদ রহমান, জয়ন আরিফ, জাগ্রত সিক্সটিন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাশেদুল আলম (রাশেদ), রসুলপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম সোহাগ, সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. এরফান এলাহি, সহকারী প্রধান শিক্ষক মো. সুজন আহমেদ ও তানভীর বাশার জৌসী।

 

সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ এর মনোনয়নপত্র জমা দেয়ার খবর শুনে তাকে শুভেচ্ছা জানিয়ে তার বিজয় কামনা করেন কুমিল্লা-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান, জাতীয় বিশ্বদ্যিালয়ের সিনেট সদস্য প্রিন্সিপাল আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন স্বপন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান, বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সভাপতি এমএ মতিন এমবিএ ও বাসসের সিনিয়র রিপোর্টার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

উল্লেখ্য, ১৬ জানুয়ারী মনোনয়নপত্র জমার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারী। চুড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে ২ ফেব্রুয়ারি। ঢাকার কেন্দ্রসমূহে নির্বাচন হবে ১৮ মার্চ। ঢাকার বাইরের কেন্দ্রসমূহে নির্বাচন হবে ৪ ও ১১ মার্চ।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এসএপি

Link copied!