দেশে মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিলটি শেষ হয়।
এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের ব্যানার ও ফেস্টুনে বাংলাদেশের অগ্রযাত্রার নানা দিক ফুটিয়ে তোলা হয়।
মিছিল শেষে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে দেশ।
স্বপ্নের মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
বুধবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২ কোটি ঢাকাবাসীর বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে।
একুশে সংবাদ.কম/সট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :