জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করার বিষয়টি জানানো হয়।
গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর ৬ মাসের মাথায় ১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত। সে সময় কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি কেন্দ্রীয় কমিটি।
স্থগিতাদেশের ৪ মাসের মাথায় আজ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা নেওয়া হয়।
একুশে সংবাদ.কম/রু.দ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :