AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০১:১৭ পিএম, ১৯ অক্টোবর, ২০২২
ইবি ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, আনন্দ মিছিল ও কেক কাটাসহ নানা আয়োজনে দিবসটি পালন করে তারা।

 

কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে অবস্থিত ‘শেখ রাসেল ম্যুরাল’ এ পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। পরে দলীয় টেন্টে উপস্থিত হয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা।

 

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিনসহ অন্যান্য শিক্ষকবৃৃন্দ।

 

এছাড়াও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, রকিবুল ইসলাম, বনি আমিন, মৃদুল হাসান, সানজিদা চৌধুরী অন্তরা, নাইমুর রহমান জয় ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/আ.হো.প্রতি/এসএপি

Link copied!