AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৬:৩০ পিএম, ৭ অক্টোবর, ২০২২
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন

মানারাত, নর্থ সাউথ, আই আই ইউ সি, শান্ত-মারিয়ামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি দলের নগ্ন হস্তক্ষেপ বন্ধ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র বন্ধের দাবী আজ শুক্রবার রাজধানী ঢাকার গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।

 

মানারাত, নর্থ সাউথ, আই আই ইউনসি, শান্ত-মারিয়ামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি দলের নগ্ন হস্তক্ষেপ, মানারাত স্কুলের মাঠ দখলের চক্রান্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

উক্ত আয়োজনে নর্থসাউথ, আহসানউল্লাহ, মানারাত, আইআইইউসি, শান্ত মারিয়াম, ইষ্ট ওয়েস্ট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা নিম্নোক্ত দাবীসমূহ মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর পেশ করেন-

 

ক) মানরাত স্কুলের জমিতে অবস্থিত মানারাত বিশ্ববিদ্যালয় কে অবিলম্বে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে।

 

খ) চর দখলের মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টী বোর্ড দখল বন্ধ এবং অবিলম্বে মানারাত, নর্থসাউথ, আইআইইউসি ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়কে তার বৈধ ট্রাস্টীর হাতে হস্তান্তর করতে হবে।

 

খ) কোমলমতি শিশুদের প্রানের মানারাত স্কুলের মাঠ দখলের পরিকল্পনা কাল বিলম্ব না করে বন্ধ করতে হবে।

 

গ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে ছাত্র রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

 

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখার স্বার্থে অবিলম্বে উপরোক্ত দাবীসমূহ বাস্তবায়নের আহবান জানানো হয়। অন্যথায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে অচিরেই বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!