AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৬:৩৪ পিএম, ২ অক্টোবর, ২০২২
নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ডিআইইউ টিম প্রি-হিম প্রো। রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং অনলাইনে একসঙ্গে চলছিল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতা।

 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় এ হ্যাকাথন প্রতিযোগিতা বিশ্বের ৩১৩টি শহরে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে টানা ৩৬ ঘণ্টা। প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লার শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরাম বাংলাদেশে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা সেরা ১১০ প্রকল্প নিয়ে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সেরা ৫০ প্রকল্প নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সরাসরি এবং বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে এ প্রতিযোগিতা চলেছে।

 

চ্যাম্পিয়ন ডিআইইউ প্রি- হিম টিমের লিডার হিমেল একুশে সংবাদকে জানায়, তাদের দলে মোট ছয়জন সদস্য ছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টার এই সাফল্য। অনুভুতি কথা জানতে চাই তিনি বলেন, এটি নিজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নিজের দেশকে   প্রতিনিধিত্ব  করে এবং আশা করেন ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে এই টিম কাজ করতে পারবে।

 

একুশে সংবাদ.কম/র.র.জ.হা

Link copied!