AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার নিয়ে কর্মশালা


Ekushey Sangbad
কুবি প্রতিনিধি
০৩:২০ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২২
কুবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার নিয়ে কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে "কোভিভ ১৯ মহামারীঃ করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার" বিষয়ক দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে দিনব্যাপী এ কর্মশালা চলবে৷

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস রিপ্রেজেনটেটিভদের (সি আর) নিয়ে এ কর্মশালা শুরু হয়৷

 

আইকিএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড মোঃ আসাদুজ্জামান৷  রিসোর্স  পার্সন  হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জোবেদা খাতুন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন বলেন,  আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ৷ এই সেশনটি গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক দিয়ে৷ আমরা সবসময় শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলি কিন্তু মানসিক স্বাস্থ্য এড়িয়ে যাই৷ কিন্তু মানসিক শান্তি হচ্ছে কিছু কিছু সময় শারীরিক স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ৷ শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্য কানেক্টেড৷ শুধু কোভিড পরবর্তী সময় নয়, মানসিক স্বাস্থ্য সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ৷ এটি সরকার, পসিলি মেকারদের কাছেই শুধু অবহেলিত নয় আমাদের ফ্যামিলি এবং সোসাইটিতেও অবহেলিত৷

 

তিনি আরও বলেন,  আমরা খুবই দুঃখের সাথে দেখি  যে সাইকোলজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য আমাদের বাজেট খুবই সীমিত৷

 

রিসোর্স পার্সন জোবেদা খাতুন বলেন, আমরা দেখেছি করোনার কারণে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মানসিক বিপর্যের মধ্যে পড়ে গেছে৷ এই বিপর্যয়ের মাত্রাটা এরকম যে, অনেকে পড়াশোনা করতে পারছেনা, ঘুম হচ্ছেনা, পরীক্ষায় বসতে পারছে না৷ সুইসাইড করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে৷ যদিও আমাদের শিক্ষার্থীরা অনেকবেশি সহনশীল৷ কিভাবে আমরা মানসিক ভাবে শক্তিশালী হতে পারি সেই প্রসেসটাই আমরা দিনভর শিখব৷

 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ  ছাত্র প্রতিনিধিদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা আজ যে জ্ঞান অর্জন করবেন, সেটা আপনার বিভাগে ফিরে গিয়ে সে জ্ঞানটি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করবেন৷ কারণ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা আছে৷ এই অডিটোরিয়ামটি যদি আরও বড় হতো তাহলে আমরা একসাথে সবাইকে আনতে পারতাম৷ আজ আমরা যাদেরকে ডাকতে পারিনি আগামীতে তাদের নিয়ে এ জাতীয় একটি প্রোগ্রাম করার চেষ্টা করব৷

 

এসময় আরও  উপস্থিত ছিলেন  ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ গোলাম মোর্তাজা তালুকদার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, এ কর্মশালাটি গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ এতে  বিশেষজ্ঞ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে৷ নৈতিক স্খলনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে দিয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে  বির্তকের সৃষ্টি হয়। পরে আয়োজকরা কর্মশালাটি স্থগিত করে।

 

একুশে সংবাদ.কম/ই.ন.জা.হা

 

Link copied!