AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে চারুকলা বিভাগের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
১০:৩৪ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২২
ইবিতে চারুকলা বিভাগের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো চারুকলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী অর্ধ-বার্ষিকী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে সন্ধ্যা ছয়টায় এর উদ্বোধন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান প্রদর্শনীটি উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে সকলকে পরিপূর্ণ বিকশিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

 

বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমানের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নিসার হোসেন।

 

চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত একই বিভাগের প্রভাষক রাইহান উদ্দিন ফকির।

 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নিসার হোসেন বলেন, ‘আমরা যখন ঢাকাতে আউটডোরে কাজ করার জন্য জায়গা পায় না। এত যানবাহন, এত শব্দদূষণ সবমিলিয়ে পরিবেশটা ধীরে ধীরে শিল্পচর্চার বিপক্ষে চলে যাচ্ছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া শিল্পচর্চার জন্য খুবই উপযোগী। একটা উদার মন নিয়ে নবীন বিভাগটি এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।’

 

উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

 

একুশে সংবাদ/আ.হো/এসএপি/

Link copied!