AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোবিপ্রবি গবেষণা সংসদের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন


Ekushey Sangbad
নোবিপ্রবি প্রতিনিধি
০৩:৫৪ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২২
নোবিপ্রবি গবেষণা সংসদের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংসদের প্রথম কার্যনির্বাহী কমিটি (২০২২-২৩) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদা নূর তিশা।


বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর দুপুরে নবগঠিত কমিটির অনুমোদন দেন নোবিপ্রবি উপাচার্য ও নোবিপ্রবি গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।


কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তাসনোভা জেরিন উলফাত (বিএমএস) ও মাহমুদুল হাসান শান্ত (অণুজীববিজ্ঞান), যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা খানম (আইআইএস) ও সানজিদ ইসলাম (টিএইচএম), সাংগঠনিক সম্পাদক তানভীর ইব্রাহীম (টিএইচএম), দপ্তর ও কার্য পরিচালনা সম্পাদক নাজমুন নাহার (এডুকেশন), প্রচার সম্পাদক সাখাওয়াত আহমেদ ফাহিম (অণুজীববিজ্ঞান), প্রকাশনা ও দলিল বিষয়ক সম্পাদক তাননিম আক্তার (এডুকেশন), অর্থ সম্পাদক কাজী আলামিন (এসিসিই), জনসংযোগ ও পারস্পরিক যোগাযোগ সম্পাদক নূরুল আবছার (টিএইচএম), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আল জোবায়ের (অর্থনীতি), প্রশিক্ষণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলজকি হোসেন (এডুকেশন), সরবরাহ ও অনুষ্ঠান পরিচালনা বিষয়ক সম্পাদক আহমদ আরাফাত রিজভী (এসিসিই), তথ্যপ্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন বিষয়ক সম্পাদক নাঈম হোসেন ফাহাদ (বিবিএ)।

নোবিপ্রবি গবেষণা সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোরশেদা নূর তিশা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগে ভর্তি হবার পর থেকেই গবেষণা কেন্দ্রিক বিষয়গুলো খুব আকর্ষণ করতো। একটু একটু করে আমরা এই গবেষণা সংসদকে সবার কাছে পরিচিত করেছি। আমাদের শিক্ষকগণ এই পর্যন্ত আমাদের সবরকম পরামর্শ এবং সহযোগিতা দিয়ে এসেছেন। আমরা আশাবাদী, শিক্ষককদের সহায়তায় আমরা এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা বন্ধুসুলভ পরিবেশ তৈরি করতে পারবো। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করবো।’


নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান শুভ বলেন, ‘আমাদের সংগঠনটির মূল উদ্দেশ্য হলো গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করা এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা। আমাদের কার্যনির্বাহী কমিটিতে যে সদস্যরা আছেন তারা সবাই খুব উদ্যমী এবং পরিশ্রমী। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাব।’


উল্লেখ্য, "গবেষণার মাধ্যমে জ্ঞান অন্বেষন" প্রতিপাদ্যকে ধারণ করে ২০২১ সালে নোবিপ্রবি গবেষণা সংসদ যাত্রা শুরু করে। নোবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে গবেষণা সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে শুরু থেকে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি গবেষণা সংসদ। কমিটিতে মডারেটর হিসেবে আছেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

 

একুশে সংবাদ.কম/ন.আ.জা.হা

Link copied!