ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগ এর সমন্বয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা।কলা ও সমাজবিজ্ঞান অনুষদের, ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট সাহেদ কামাল পাটোয়ারী এবং রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও ইংরেজি বিভাগের চেয়ারম্যান এস জুবাইর আল আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা,রাষ্ট্র বিভাগের চেয়ারম্যান মোঃ ফজলুল হক পলাশ সহ বিভাগের শিক্ষক মন্ডলী ও নবীন শিক্ষির্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রে.রি/এস.আই
আপনার মতামত লিখুন :