AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি: ‘হলে অবৈধভাবে কেউ থাকতে পারবে না’


ইবি: ‘হলে অবৈধভাবে কেউ থাকতে পারবে না’

ছবি সংগৃহীত

‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে অবৈধভাবে কেউ থাকতে পারবেনা। হলে অবশ্যই শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা অবস্থান করবে। এছাড়াও মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবে প্রশাসন।’ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় ইবির প্রভোস্ট কাউন্সিলের সদস্যরা এসব কথা বলেন।

এসময় তাদের সাথে ঐকমত পোষণ করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার (২২ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ব বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. মাহবুবুল আরফিন, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, লালন শাহ হল প্রভোস্ট প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হক, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা খাবারের নিম্নমান, সুপেয় পানির অভাব, হলে রান্নার অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার পরিবেশন সহ আবাসিক হলগুলোর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আবাসিক ছাত্রীরা তাদের জরুরী মূহুর্তে প্রয়োজনীয় জিনিসপত্র, চা-কফি সহ বিভিন্ন জিনিসের জন্য ক্যান্টিন স্থাপনের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, সুপেয় পানির ব্যবস্থার অভাব থাকায় একজন শিক্ষার্থীকে পাঁচ তলা থেকে পানির জন্য নিচে আসতে হয়, যা ভোগান্তির কারণ। এসময় তারা হলের প্রতিটি ব্লকে আলাদা আলাদা বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের দাবি জানান।

সভায় বিভিন্ন হলের প্রভোস্টরা বলেন, ‘শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আমরা পালন করার চেষ্টা করবো। কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের প্রতি আন্তরিক। হলে কোনোভাবেই অবৈধ শিক্ষার্থীরা থাকতে পারবে না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।’


 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই
 

Link copied!