AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানোন্নয়ন পরীক্ষার ২০ ক্রেডিট সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ


Ekushey Sangbad
হুমায়ুন কবির, ঢাকা কলেজ
০১:০৮ পিএম, ২৮ জুলাই, ২০২২
মানোন্নয়ন পরীক্ষার ২০ ক্রেডিট সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ ২০ ক্রেডিটের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না।

সম্প্রতি ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ ২০ ক্রেডিট মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন।

অর্থাৎ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যেসব শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২০ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তারাই তৃতীয় বর্ষ সম্মান ২০২১ এর পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে চাইলে আগের দুই বর্ষে ২০ ক্রেডিটের নিচে পরীক্ষায় অংশ নেওয়া থাকতে হবে। এছাড়াও ২০২০ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ তিনটি পত্রে অকৃতকার্য/অনুত্তীর্ণ/ অনুপস্থিত শিক্ষার্থীরাও এই পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, এমন একসময় এই নোটিশ দেওয়া হয়েছে যখন অনেক শিক্ষার্থীই প্রথম ও দ্বিতীয় বর্ষে এরই মধ্যে ২০ ক্রেডিটের পরীক্ষায় অংশ নিয়ে ফেলেছে। এমন অবস্থায় এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি শিক্ষার্থীদের।

ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম মুন্তাসির বলেন, আমাদের ৪ বছরে ১৩২ ক্রেডিট। তার মধ্যে মাত্র ২০ ক্রেডিট রাখা হয়েছে মানোন্নয়ন পরীক্ষার জন্য। সেমিস্টার পদ্ধতি হলে এটি মানা যায় বর্ষ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় এটি সম্পূর্ণ অযৌক্তিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীদের বক্তব্য আমরা শুনেছি। তাদের স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে আবেদন করার জন্য বলেছি। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে।

 

 

একুশে সংবাদ/হু.ক/এস.আই

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!