AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে বিজ-ইনফোমেনিয়া প্রতিযোগিতা


ইবিতে হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে বিজ-ইনফোমেনিয়া প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে 'বিজ-ইনফোমেনিয়া-২২' শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে এই প্রতিযোগিতাটি শুরু হবে। 

ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক শিমুল রায় এবং সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ।

এ প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীরা যথাক্রমে তিন হাজার, দুই হাজার ও এক হাজার করে টাকা নগদ পুরষ্কার হিসেবে পাবে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরা নিয়মমাফিক ১০০ টাকা পরিশোধপূর্বক একটি অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান শিমুল রায় কর্তৃক স্বাক্ষরিত এক স্মারকে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে গত মার্চ মাসে "ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাব" আত্মপ্রকাশ করে।

 

 

একুশে সংবাদ/মা.ঐ/এস.আই

 

Link copied!