AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রদলের নেতাদের পিটিয়ে ড্রেনে ফেলল ছাত্রলীগ


ছাত্রদলের নেতাদের পিটিয়ে ড্রেনে ফেলল ছাত্রলীগ

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। মঙ্গলবার (২৪ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

 

আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেটের পাশে ছাত্রদলের দুই নেতাকে মারধর করে ড্রেনে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ শহীদুল্লাহ হলের ছাত্রলীগ কর্মীরা এতে অংশ নেন।

 

আহতরা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস ছাত্রদল নেতা আল আমিন বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন ওই দুই ছাত্রদল নেতা।

 

জানা যায়, ছাত্রদলের এই দুই নেতাকে ড্রেনে ফেলে বেধড়ক মারধর করছেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। এসময় তাদের বলতে শোনা যায়, এত বড় সাহস ছাত্রদল করিস। পরে ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন রেজা, সূর্যসেন হল ছাত্রলীগের নেতা সৈয়দ শরিফুল আলম শফুর হস্তক্ষেপে ড্রেন থেকে তাকে তোলা হয়। তোলার পর আবারো কয়েক দফা মেরে রিকশায় তুলে দেয়। রিকশায় উঠলে আবারও লাথি মেরে ফেলে দেয়। পা ভেঙে যাওয়ায় রিকশায় উঠতে না পারলে তাকে ছাত্রলীগের দুইজন কর্মী তাকে রিকশায় তুলে দেয়।

 

ছাত্রদল নেতা মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা দোয়েল চত্বর দিয়ে মিছিল নিয়ে আসার পর শহীদুল্লাহ হলের কর্মীরা আমাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে মারতে শুরু করেন। লাঠি-হকিস্টিক দিয়ে মারার পাশাপাশি চাপাতি দিয়ে কোপও দেয় তারা। রিকশায় তুলে দিয়ে আবারও লাথি মেরে ফেলে দেয়। আমার পা পুরোপুরি ভেঙে গেছে। একা একা আমাকে মেডিকেলে পাঠানো হয়।

 

একুশে সংবাদকম/ঢ.প.জা.হা

 

 

Link copied!