AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি


গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ থেকে ১৩ জুন গ্রীষ্মকালীন ছুটি রয়েছে।এই ছুটি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। 

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাস সহ অন্যান্য নেতাকর্মী। 

স্মারকলিপিতে তারা বলেন, “করোনার জন্য একদিকে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে।এছাড়া, গ্রীষ্মকালীন ছুটি বাড়তি আরো চাপ তৈরি করবে।ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ছুটি বাতিলের দাবি জানিয়েছেন।সেই প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরো গতি আনতে এবং বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে আপনার কাছে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে উপাচার্য ড. শেখ আবদুস সালাম বলেন, “আমরা সব সময় শিক্ষার্থী বান্ধব।ছুটি বাতিলের বিষয়টি অবশ্যই যৌক্তিক।বারবার ছুটির ফলে পড়াশোনায়ও একটা ছন্দপতন ঘটে।এ বিষয়টি আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবো।”

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই 

 

Link copied!