AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাবিপ্রবিতে হামলার ঘটনার প্রতিবাদে  চট্টগ্রামে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
১২:৩৮ পিএম, ১৮ জানুয়ারি, ২০২২
শাবিপ্রবিতে হামলার ঘটনার প্রতিবাদে  চট্টগ্রামে প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি একুশে সংবাদ

রাজিব শর্মা, চট্টগ্রাম: সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রামে বসবাসরত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রছাত্রীরা।

 

আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দয় আচরন ও পুলিশী হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মোমবাতি প্রজ্জলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

সোমবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজিজ খান হেলাল বলেন, ‘যুগে যুগে বিভিন্ন অধিকারের দাবিতে শিক্ষার্থীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে। সেই শিক্ষার্থীদের ওপর পুলিশ কীভাবে হামলার সাহস পায়। কেন শিক্ষার্থীদের রক্তে রক্তাক্ত হবে সিলেটের পুণ্যভূমি। কেন বার বার হামলার শিকার হবেন সাধারণ শিক্ষার্থীরা।’

 


তিনি আরও বলেন, ‘আমরা এই মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাই এবং শাবিপ্রবি প্রশাসন ও রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’

 

শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, ‘এ ঘটনায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে এবং পুলিশসহ যারা হামলার সঙ্গে যুক্ত, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া আমরা প্রাক্তন শিক্ষার্থীরা শাবিপ্রবির সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি।’

 

এসময় বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক, মুহিবুল হাসান পিয়াস, পায়েল চৌধুরী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত থেকে শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৩ দফা দাবিতে চলমান আন্দোলনে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গতকাল রবিবার রাত থেকে উপাচার্য বিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।


একুশে সংবাদ/এইচ আই

Link copied!