রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন হয়েছে।
আজ (১৫ই আগস্ট) রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৯:০০ ঘটিকায় সিরাজগন্জের শাহজাদপুরে পৌর শহরের কান্দাপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী প্রশাসনিক ভবন-১ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয়।
সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কমনা করে ১ মিনিট নিরবতা পালন ও দোয়ার আয়োজন করা হয়। সকাল ১১:৩০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ এর আয়োজন করা হয় এছাড়াও রাত ৯:০০ ঘটিকায় ভার্চুয়ালি (ফেসবুক লাইভ) আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ট্রেজারার ও মাননীয় উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোঃ আব্দুল লতিফ, মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মীজানুর রহমান, স্বাগত বক্তা হিসাবে আলোচনা করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী।
এ সময় মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়
একুশে সংবাদ/হান্নান/আর
আপনার মতামত লিখুন :