সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফাইনালে চেন্নাইর প্রতিপক্ষ কে মুম্বাই নাকি গুজরাট?

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৬ মে, ২০২৩

চলতি আইপিএল শেষের পথে। এ বার টুর্নামেন্টের আর ২টি ম্যাচ বাকি। আজ, শুক্রবার হবে কোয়ালিফায়ার ২। তারপর ২৮ মে রয়েছে এ বারের আইপিএলের ফাইনাল।

 

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি মৌসুমের কোয়ালিফায়ার ২ ম্যাচ। মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আজ যারা জিতবে তারা ফাইনালের টিকিট পাবে। হারলে এ বারের মতো আইপিএল থেকে বিদায়৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ার ২-তে পৌঁছেছে।

 

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরেছিল গুজরাট। তাই হার্দিকের দল আর একটা সুযোগ পাচ্ছে। আজ গুজরাচ বনাম মুম্বাইয়ের এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

 

আজ শুক্রবার আইপিএলে গুজরাট বনাম মুম্বাই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —

 

১) রোহিত শর্মা – আইপিএলে ক্যাচের সেঞ্চুরির রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২ ক্যাচ দূরে রয়েছেন রোহিত। আইপিএলে অধিনায়ক হিসেবে ৪ হাজার রানের রেকর্ড থেকে ২২ রান দূরে রয়েছেন রোহিত।


২) পীযুষ চাওলা – টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৩টি উইকেট দূরে রয়েছেন পীযুষ চাওলা।

 

৩) সূর্যকুমার যাদব – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য সূর্যকুমার যাদবের চাই আর ৮টি চার। টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য চাই ৫৮ রান।

 

৪) ঈশান কিষাণ – মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ছক্কার সেঞ্চুরি থেকে ১০টি ছয় দূরে রয়েছেন ঈশান কিষাণ।

 

৫) হার্দিক পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২টি উইকেট দূরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

 

৬) শুভমন গিল – টি-২০ ক্রিকেটে ৩৫০টি চারের মাইলস্টোন থেকে ৪টি চার দূরে রয়েছেন শুভমন গিল।

৭) বিজয় শঙ্কর – আইপিএলে ৫০টি ছক্কার রেকর্ড থেকে ৭টি ছয় দূরে রয়েছেন বিজয়।

 

৮) মহম্মদ সামি – গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য মহম্মদ সামির প্রয়োজন আর ৪টি উইকেট।

 

৯) রশিদ খান – গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য রশিদ খানের প্রয়োজন আর ৬টি উইকেট।

 

একুশে সংবাদ.কম/সম   

খেলাধুলা বিভাগের আরো খবর