সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলাদেশী গানের উৎসব

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৪ জুন, ২০২৩

ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলা গানের আয়োজন করে ‍‍`এসোসিয়েশন কালাচারাল ফ্রানকো বাংলাদেশ‍‍`।

 

বুধবার দিনব্যাপী প্যারিসের গার্দো নর্দে বাংলাদেশীদের বিনোদন দিতে  ফেত দ্যা লা মিউজিক বা সংগীত দিবসে এ আয়োজন করা হয়।

 

প্যারিসের জনপ্রিয়  নৃত্যশিল্পী সংগঠনের সাধারন সম্পাদক খান নুভার  উদ্যগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন সংগীত প্রিয় প্রবাসীরা।

 

এসময় নোভা বলেন, বাংলাদেশর সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দোয়ায় আমাদের লক্ষ্য। সেকারণেই আমাদের এ আয়োজন। আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক।

 

সকলের জন্য উন্মুক্ত এই কনসার্টে প্যারিসের স্থানীয় শিল্পিরা অংশ নেন। ।

 

শাহ গ্রুপ, ফায়া এবং তান্দুরি শুকরিয়ার অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মনির ভূইয়া এবং আমাদের রান্নাঘর।

 

একুশে সংবাদ/ই.জ.প্র/জাহা

প্রবাস বিভাগের আরো খবর