সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মালদ্বীপের কর্মস্থলে চাপা পড়ে নিহত ১, অহত ১

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৩ জুন, ২০২২
ছবি: সংগৃহীত

গতকাল রোববার (১২জুন) মালদ্বীপের রাজধানী মালে পার্শ্ববর্তী আইলেন্ড হুলোমালে সিটির  কাষ্টম এরিয়া কন্টেনারে কর্মরত অবস্থায় এক বাংলাদেশী প্রবাসী মারা গেছে। অন্য একজন গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতলে মৃত্যর সাথে পাঞ্ছা লড়েছে।

এ ব্যাপারে খোঁজ নিলে তাদের সহযোগীরা জানান, কন্টেনারের ভিতরে মারবেল পাথরের সিট আনলোড করার সময়, কর্মরত দুই প্রবাসী বাংলাদেশী কর্মী অন্য পাশের মার্বেল পাথরের টাইলর্সের  নিচে পড়ে গেলে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্থানীয়  পুলিশকে খবর দেয়,পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি ভয়াবহ দেখে  তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে। 

মৃত ব্যক্তির নাম জয়নাল আবদিন, পিতা: আব্দুস সালাম, জেলা গাজীপুর,আহত ব্যক্তির নাম মোঃ খোকন মল্লিক  পিতা মোঃ নাজিম মল্লিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নোয়াপারা মল্লিক বাড়ি, ৪ নং কালোচর  ইউনিয়ন দক্ষিণ  থানা হাজিগন্জ জেলা চাঁদপুর।

উল্লেখ্য বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ায়  গভীর শোক প্রকাশ  ও আহত ব্যক্তির প্রতি সমবেদনা ও চিকিৎসার খোঁজখবরও আশু রোগমুক্তি কামনা করেন মালদ্বীপস্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর হাইকমিশনার সহ দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ ।

 

 

 

একুশে সংবাদ/আ.ই/এস.আই

 

প্রবাস বিভাগের আরো খবর