সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২১আগষ্ট শোকাবহ দিন উপলক্ষে কুনমিং-এ দোয়ার আয়োজন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৭ পিএম, ২১ আগস্ট, ২০২১

আজ কুনমিং-এ ২১ আগষ্ট, বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় শোকাবহ দিন ।  দিবসটি পালন উপলক্ষে এদিন সকালে মান্যবর কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে কনসুলেট এর হলরুমে কোরআন তেলায়াত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় কনস্যুলেট এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে এ দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। 

আলোচনা অনুষ্ঠানে মান্যবর কনসাল জেনারেল ২০০৪ সালের ২১ আগষ্ট-কে জাতির জন্য একটি কলঙ্কময় দিন উল্লেখ করেন এবং ঐ দিনের হামলায় মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে যাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। 

তিনি ইতিহাসের বর্বরোচিত এই গ্রেনেড হামলার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হামলায় বেঁচে যাওয়া আহতদের প্রতি ও গভীর সমবেদনা ঞ্জাপন করেন।  

একুশে সংবাদ/তাপস/আর

প্রবাস বিভাগের আরো খবর