সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৈধ কাজগপত্র বিহীন ৪৩২ লেবানন প্রবাসী ফিরছে আজ

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

গত প্রায় দেড় বছরের অনিয়ন্ত্রিত রাজনৈতিক অস্থিরতায় চরম অর্থ সংকটে পরে লেবানন। শুরুতে সংকট অনেকটা কম থাকলেও দেশটিতে সঠিক নেতৃত্বের অভাবে সংকট চরম আকার ধারণ করে। আর এর প্রভাব পড়ে সে দেশে থাকা প্রবাসীদের উপর। সে দেশের বসবাসরত বাংলাদেশিদের যা আয়, তাতে না পারছে নিজে চলতে, না পারছে দেশে পরিবার চালাতে। তাই বাধ্য হয়ে দেশে ফিরে যাচ্ছে হাজার হাজার বাংলাদেশি।      

সেই ধারাবাহিকতায় ৪৩২ জন প্রবাসী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ১৫মিনিটি বিমানটি লেবানন ছেড়ে দেশের উদ্দেশে যাত্রা করে। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিমানটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

২০২০/২১ সালে দূতাবাসের বিশেষ সুযোগে নাম নিবন্ধন করা বৈধ কাজগপত্র বিহীন লেবানন প্রবাসীদের নিয়ে এটাই প্রথম ফ্লাইট। আগামী ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ফ্লাইটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা যায়, গত বছরের ২৫ থেকে ২৮ ডিসেম্বর ৪০০ মার্কিন ডলার দিয়ে প্রায় ৪ হাজার বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধন করেন। গত জানুয়ারিতে বিশেষ ফ্লাইট চালু হবার কথা থাকলেও দীর্ঘ লকডাউন থাকায় ফ্লাইট পেছানো হয়। ফেব্রুয়ারি ৭ তারিখে লকডাউন শিথিল হলে শুরু হয় ফ্লাইটের কর্মসূচি।

একুশেসংবাদ/অমৃ

প্রবাস বিভাগের আরো খবর