সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধর্ষণের প্রতিবাদে ইতালিতে মোমবাতি প্রজ্বলন, প্রতিবাদ সভা

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৩ অক্টোবর, ২০২০

ইতালির রোমে ধর্ষকের শাস্তির দাবীতে ফুসে উঠেছে নারী সংগঠনগুলো। মোমবাতি, কালো কাপরে মুখবন্ধন, প্রতিবাদ সভা করেছে মহিলা সমাজ কল্যান সমিতি, ইতালি। 

রোমের তরপিনাতারা একটি হল রুমে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ। 

সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান রুনু ও সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাজ তাবাসুম শেলীর যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি নার্গিস  হাওলাদার,সহ সভাপতি আখী সীমা কাওসার, নিলুফার বানু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহাবুবা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিলি বিশ্বাস, প্রচার সম্পাদক ফাহিমা হোসেন, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক ইফরোজা খান ইফা, অতিশী শাহা, লাভলী বেগম,রিতা আক্তার সহ আরো অনেকে। 

এ সময় নারী সংগঠনের নেতৃবৃন্দ বলেন নারীর প্রতি নির্যাতন কোন ভাবেই মেনে নেওয়া যায় না।নারী আজ ধর্ষকের ধর্ষনের বস্তুতে পরিনিত  হয়েছে। আমরা মহিলা সমাজ কল্যান সমিতির পক্ষ থেকে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই।

একুশে সংবাদ/এআরএম

প্রবাস বিভাগের আরো খবর