সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মানুষকে বাঁচতে দিতে চায় না সরকার: রিজভী

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৫ এপ্রিল, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে এক কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, উন্নয়নের ফানুসের নামে লুটের সমারোহ চালাতে গণবিরোধী প্রকল্প নিচ্ছে আওয়ামী লীগ সরকার। তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বরিশালের উদ্ভিদ-বৈচিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না সরকার। তাদের ব্যর্থতার কারণে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। প্রতি সপ্তাহে আদা, রসুন ও পেঁয়াজের দাম বাড়ছে। সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে জীবন-যাপন করছে সাধারণ মানুষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গুন্ডাদের মন্ত্রী বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

একুশে সংবাদ/চ.ট/সা.আ

রাজনীতি বিভাগের আরো খবর