সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ছাত্র মৈত্রী শেরপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ছাত্র মৈত্রী শেরপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মধ্য দিয়ে মুকসেদুল হাসান‍‍`কে সভাপতি, মোঃ রবিন হাসান‍‍`কে সাধারণ সম্পাদক এবং নাফিজ হোসাইন নিলয়‍‍`কে সাংগঠনিক সম্পাদক  করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

 

শনিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন।  

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী‍‍`র কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াতুননেসা রুমা, কেন্দ্রীয় সদস্য ইমরান নূর নীরব এবং ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ হাসান।

 

সম্মেলনে সভাপতিত্ব করে শেরপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুকসেদুল হাসান, সঞ্চালনা করে রবিন হাসান।

 

সম্মেলনে বক্তারা বলেন, "বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক গণমুখী- কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

 

একই সাথে তারা বলেন শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র মৈত্রী ভ্যানগার্ড হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিবে।

 

একুশে সংবাদ/এসএপি

রাজনীতি বিভাগের আরো খবর