সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আ.লীগ বিএনপির সঙ্গে এ যুদ্ধে জড়াতে চায় না: তথ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজপথে বিএনপি মল্লযুদ্ধ শুরু করেছে। তারা নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির সঙ্গে এ যুদ্ধে জড়াতে চায় না।

 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের সংযত হতে বলেছি। তবে বিএনপির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যদি আওয়ামী লীগ কর্মীরা পথে নামে, তাহলে বিএনপি পালাবার পথ পাবে না।’

 

মন্ত্রী বলেন, ‘বিএনপির উদ্দেশ্য পুলিশের সাথে, মানুষের সাথে সংঘর্ষ করা। তারা চায় একটি সাংঘর্ষিক রাজনীতি। যাতে আরও প্রাণহানি ঘটে। তারা মানুষের লাশ নিয়ে রাজনীতি করতে চায়। তবে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।’

 

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি রাজপথে আবার সেই পেট্রোল বোমা ও জ্বালাপোড়াও রাজনীতি করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই তাদেরকে মোকাবিলা করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে যদি আওয়ামী লীগ কর্মীরা পথে নামে, তাহলে বিএনপি পালাবার পথ পাবে না।’

 

একুশে সংবাদ.কম/জা.হা

রাজনীতি বিভাগের আরো খবর