সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে যা বললেন চিকিৎসক

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৩ জুন, ২০২২

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। ওনাকে কেবিনে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। সব ধরনের পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে। তবে খাবার তেমন খেতে পারছেন না, স্যুপ, ফল এসবই খাচ্ছেন তিনি। খাবার গ্রহণের ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

উল্লেখ্য, গত ১০ জুন রাতে হঠাৎ অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। এরপর তার চিকিৎসায় জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। পর দিন শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে।

 

এরপর ১৫ জুন দুপুরে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে দেওয়া হয়।

 

একুশে সংবাদ.কম/ন.ফ.জা.হা

রাজনীতি বিভাগের আরো খবর