সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৫ম ধাপে ৭০৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৮ এএম, ৫ জানুয়ারি, ২০২২

পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত শুরু হয়েছে আজ বুধবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ৪০ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

স্থানীয় এ নির্বাচনে তিনটি পদে মোট ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ প্রার্থী রয়েছেন।

আজ মোট ৭ হাজার ১৩৭টি ভোটকেন্দ্রে ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে ৭০ লাখ ৬০ হাজার ১৪০ পুরুষ ও নারী ভোটার রয়েছেন ৬৮ লাখ ৩৬ হাজার ৩১। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২১ জন।
পঞ্চম ধাপে ৭০৭টি ইউপির তফসিল দেওয়া হয়। পরে একটি ইউনিয়ন যুক্ত করা হয়। ভোটের আগেই এ ধাপে তিনটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ১৯৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৮, সংরক্ষিত সদস্য পদে ৩৩ ও সাধারণ সদস্য পদে ১১২ জন নির্বাচিত হয়েছেন।

 

একুশে সংবাদ /এসএম

রাজনীতি বিভাগের আরো খবর