সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে: ফখরুল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১২ অক্টোবর, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। তারা ইদানীং নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করছে। বলে সার্চ কমিটি করবে। কিসের সার্চ কমিটি? আপনারা যাকে দেবেন সেই তো নির্বাচন কমিশনার হবে।
 
তিনি আরও বলেন, দেশের এমন পরিস্থিতির জন্য হাসিনা সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। দেশে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমেই দেশে সরকার পরিবর্তন হবে।
 
সম্পূর্ণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, একটা ভোটের আয়োজন করেন। জনগণকে ভোট দিতে দেন। দেখেন এই সরকারের কী অবস্থা হয়।


একুশে সংবাদ/স/তাশা

রাজনীতি বিভাগের আরো খবর