সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ময়মনসিংহে  বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, আটক ৬

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৮ পিএম, ৩০ মার্চ, ২০২১

স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে মহানগর বিএনপির বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। 

সোমবার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে যাওয়ার পথে নতুন বাজার মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন। 

পরে স্লোগান দিতে দিতে মিছিলকারীরা ফিরে যাওয়ার সময় রামবাবু রোডে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ ছয়জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার (২৬ মার্চ) পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনায় বিএনপি ২৯ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে এবং ৩০ মার্চ জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি দেয়।  


একুশে সংবাদ/সৌ/আ
 

রাজনীতি বিভাগের আরো খবর