সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিদায় নিচ্ছেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৮ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসাবে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৮ মার্চ)। এ পদের নতুন দায়িত্ব নিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

জানা গেছে, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বর্তমান উপাচার্যের বিদায় ও নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএসএমএমইউ ক্যাম্পাসে আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ও উপাচার্যপন্থিরা মুখোমুখি অবস্থান নিয়েছে। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডা. শারফুদ্দিন আহমেদ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিন বছর দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ বিএসএমএমইউর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক। আগামী ২৮ মার্চ মেয়াদ অধ্যাপক শরফুদ্দিন আহমেদের মেয়াদ শেষে দায়িত্ব নেবেন তিনি।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

জাতীয় বিভাগের আরো খবর