সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাজীপুরে বিস্ফোরণ

দগ্ধদের ৯০-১০০ শতাংশ পুড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৩ মার্চ, ২০২৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে প্রায় ৩০ জন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। দগ্ধদের অনেকের শরীরের ৯০-১০০ শতাংশ পুড়ে গেছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগের এই দুর্ঘটনায় দগ্ধদের হাসপাতালে দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, দগ্ধ অনেকের শরীরের ৯০-১০০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এরমধ্যে আইসিইউতে পূর্ণবয়স্ক ৫ ও শিশু ৭ জন চিকিৎসা নিচ্ছেন।

[431137]

ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ইফতারের আগে নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেওয়ার সময় আগুন ধরে যায়। এ অবস্থায় সিলিন্ডারটি রাস্তায় ফেলে দেওয়া হয়। আর এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। যেহেতু এটা শ্রমিক কলোনি, তাই এই অঞ্চলটি খুবই জনবহুল। ইফতারের আগে মাটির চুলায় রাস্তার ওপর রান্না করছিলেন কেউ কেউ। রাস্তায় বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার ফেলার কারণে তাদের অনেকেই দগ্ধ হয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়রা দগ্ধদের কোনাবাড়ী ও কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ৩০ জনকে ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

জাতীয় বিভাগের আরো খবর