সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২১টি যানবাহন এবং ১৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

বায়ুদূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকায় ২১টি যানবাহনকে ৩৪ হাজার ৩ শত টাকা এবং ১৫ টি প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

ঢাকা মহানগরের ধানমন্ডি, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকা মহানগরের মোহাম্মদপুর এলাকায় ২টি প্রতিষ্ঠান হতে ৭ হাজার টাকা, যাত্রাবাড়ী এলাকায় ৩টি প্রতিষ্ঠান হতে ৪০ হাজার টাকা এবং শ্যামপুর এলাকায় ১০টি প্রতিষ্ঠান হতে ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। যানবাহনের কালোধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ধানমন্ডি এলাকায় ৯টি যানবাহন হতে ১৪ হাজার ৮ শত টাকা এবং শেরেবাংলা নগর এলাকায় ১২টি যানবাহন হতে ১৯ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 

ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ.কম/পি.আই.প্র/জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর