সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজিতে পারদর্শী হতে হবে: তাজুল ইসলাম

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অঙ্গিকার গ্রাম হবে শহর; ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে, সে ততো বেশি নিজেকে এগিয়ে নিবে।

 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

মো. তাজুল ইসলাম বলেন, আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজিতে পারদর্শী হতে হবে।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস ভুঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিদ্যালয়গুলোতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থী এই ভার্সনে পাঠ্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

 

একুশে সংবাদ.কম/উ.র.প্র/জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর