সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খুলে যাচ্ছে ঢাকাবাসীর স্বপ্নের দুয়ার

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৮ ডিসেম্বর, ২০২২

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষন। খুলে যাচ্ছে ঢাকাবাসীর স্বপ্নের দুয়ার। চালু হচ্ছে মেট্রোরেল।

 

আজ বুধবার বেলা ১১টার দিকে উত্তরার দিয়াবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তিনি হবেন ঢাকা মেট্রোরেলের প্রথম যাত্রী।

 

ঢাকা মেট্রো রেল নিয়ে মানুষের যেমন স্বপ্নের শেষ নেই , তেমনি শেষ নেই উচ্ছ্বাসের।

 

অনেকেই বলছেন,  ঢাকা মেট্রো রেলপথ নির্মাণকালীন রাস্তা খোড়াখুড়ি ও অন্যান্য কাজে যে ভোগান্তি ছিল ,  তা স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়নের কাছে তুচ্ছ।

 

তারা বলেন, সব কিছুই এখন স্বপ্নের মত। মানুষ প্রবেশ করতে যাচ্ছে দেশের সর্বাধুনিক গণপরিবহনের যুগে। যার মধ্য দিয়ে ঢাকা পরিণত হবে একটি মেট্রোপলিড শহরে। যার সঙ্গে যুক্ত হবে মেট্রোরেল।

 

নগরবাসি বলছেন , ঢাকা মেট্রো রেলের মাধ্যমে মানুষের একদিকে যেমন যাতায়াত সুবিধাসহ বৃদ্ধি পাবে ব্যবসা-বাণিজ্যের প্রসার। তেমনি বাংলাদেশে সংযোজিত হলো বৈদ্যুতিক আধুনিক গণপরিবহন সেবায়।

 

একুশে সংবাদ.কম/চট.জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর