সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরকার বাধ্য হয়ে কোথাও সমাবেশের অনুমতি দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৬ নভেম্বর, ২০২২

সমাবেশে ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমাবেশে ইস্যুতে সরকার কারও কথা শুনতে বাধ্য নয়। বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না।

 

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে। বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয় বলেও জানান তিনি।

 

বিএনপি বলছে সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো বাধ্য-বাধকতা নেই। সবচেয়ে যেখানে ভালো, সেখানেই সরকার অনুমতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে আসছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।

 

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

 

একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর

জাতীয় বিভাগের আরো খবর