সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীতে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১০ জুন, ২০২২

রাজধানীর মোহাম্মদপুরে মো. রুবেল ইসলাম (২৮) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সহকারী পরিচালককে (এডি) আটক করেছে এনএসআই ও পুলিশ।

 

শুক্রবার (১০ জুন) ঢাকা উদ্যানে মহানবী হযরত মুহাম্মদ (সা)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পান্নু বিষয়টি নিশ্চিত করেন।

 

পান্নু বলেন, হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে মিছিলের সময় এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আটক করে এনএসআই। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ সময় তার কাছে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। 

 

তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন যে, এই কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করতেন।

 

তিনি আরও বলেন, রুবেল মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের ৬ নম্বর বাসায় থাকেন। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পূর্ব বানিয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মো. তসলিম উদ্দিনের ছেলে।

 

একুশে সংবাদকম/ঢ.প.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর