সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৬ মে, ২০২২

 

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখেই ডেলটা প্ল্যান বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (২৬ মে) সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সেনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কোনোমতেই দায়ী নয়। ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তার কথা মাথায় রেখেই ডেলটা প্ল্যান বাস্তবায়নে সরকার কাজ করছে।

 

অনুষ্ঠানে তিনি বলেন, অভিন্ন নদীর পানির হিস্যা আদায় বা সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারই পদক্ষেপ নিয়েছে, এর বাইরে আর কোনো সরকারই পদক্ষেপ নেয়নি।

 

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্যই করোনার মাঝে দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। নানা প্রতিবন্ধকতা সামনে রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।

 

একুশে সংবাদ.কম/য.ট.জা.হা

 

 

 

 

 

 

জাতীয় বিভাগের আরো খবর