সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাজা থেকে খালাস চান হাজী সেলিম

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৪ মে, ২০২২

 

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম এমপি হাইকোর্টে বহাল থাকা ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। আপিলে তিনি ১০ বছরের সাজা থেকে খালাস চেয়েছেন।

 

মঙ্গলবার (২৪ মে) সকালে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপিল আবেদনে হাজী সেলিমের জামিন চাওয়া হয়েছে।

 

এর আগে গত ২২ মে আদালতে নির্দেশে আত্মসমর্পণ করেন হাজী সেলিম। সেদিন জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

সোমবার (২৩ মে) হৃদরোগ ও ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতা থাকায় হাজী সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

 

২০২১ সালের ৯ মার্চ বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রায় প্রকাশ করা হয়। 

 

একুশে সংবাদকম/ঢ.প.জা.হা

 

 

জাতীয় বিভাগের আরো খবর