সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হজ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৬ এএম, ১৯ মে, ২০২২


পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।  এখনো চূড়ান্ত হয়নি ফ্লাইটের স্লট। শেষ হয়নি হজযাত্রীদের নিবন্ধনও।


এ বিষয়ে  হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, এ অবস্থায় নির্ধারিত সময়ে ফ্লাইট শুরু সম্ভব নয়। চেষ্টা চালালেও কিছুটা ঘাটতির কথা বলছে বিমান। এর আগে হজের প্যাকেজ ঘোষণা নিয়েও একই রকম অনিশ্চয়তা দেখা দিয়েছিল।


৩১ মে থেকে হজযাত্রা কোনোভাবেই সম্ভব হবে না বলে হাব জানায়, হজযাত্রার আগে যাত্রীদের প্রাক-নিবন্ধন, এজেন্সি-এজেন্সি সমন্বয়, মোয়াল্লেম নির্বাচন, সৌদি আরবে বাড়িভাড়া, পরিবহন, খাবারের ব্যবস্থা করতে হয়। এরপর ভিসা ও হজযাত্রা শুরু হয়। এটা বিশাল একটি প্রক্রিয়া। তাই সঙ্গত কারণেই ৩১ মে থেকে হজযাত্রা কোনোভাবেই সম্ভব হবে না।  


ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকার নির্ধারিত সময়ে হজযাত্রা শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে । তারা আগামী ৩১ মে থেকেই হজযাত্রা শুরু করতে চায় । তবে সৌদি কর্তৃপক্ষ বিমানের ফ্লাইটের স্লট চূড়ান্ত না করায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে কিছুটা ঘাটতি রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ মে) হজ ফ্লাইট নিয়ে বিমানের মিটিং রয়েছে। 


একুশে সংবাদকম/জ.ন.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর