সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে : বাণিজ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৪ অক্টোবর, ২০২১

বাণিজ্য্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছে, বাংলাদেশ করোনা মোকাবেলায় সফল হয়েছে। এসময় বিশ্বে মন্দা অর্থনীতির মাঝেও বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। সেজন্য আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ নিজেদের ধর্মীয় উৎসব পালন করছেন। আপনারা সবাই প্রার্থনা করবেন, যেন দ্রুত বিশ্ব করোনা মুক্ত হয়। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো। বানিজ্যমন্ত্রী বলেন, দুর্গা পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

বাণিজ্যমন্ত্রী আজ  রংপুরের কাউনিয়া উপজেলার সারাই, শহীদবাগ, কুর্শা, টেপামধুপুর, বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শণ শেষে গোপালগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরোলশ ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাণঘাতী করোনা ভািরাস মোকাবেলা করে ব্যবসা বাণিজ্য সচল ও সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। সারাদেশে বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। গ্রামেও গড়ে উঠেছে শিল্পনগর। বেড়েছে দেশীয় পণ্যের রপ্তানি। বেড়েছে জিপিডি প্রবৃদ্ধি । মানুষের আয়ও বেড়েছে।

 উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও তাহমিনা তারিন, বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আব্দুল হান্নান, সারাই ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা ও হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা।

 

 

জাতীয় বিভাগের আরো খবর