সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কঠোর লকডাউনের ৪র্থ দিনেও পুলিশের জিরো টলারেন্স

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৬ জুলাই, ২০২১

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের মধ্য দিয়ে লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর প্রতিটি থানা এলাকায় পুলিশের টহল ও চেকপোস্ট ছিলো কঠোর অবস্থানে। পুলিশের চেকপোস্ট গুলোতে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের উপকার বিশেষ নজরদারি ছিলো। 

বিনাকারণে কাউকে ছাড় দেয়নি পুলিশ। পুলিশ ছিলো জিরো টলারেন্সে। উপযুক্ত কারণ না দেখাতে পারলেই পুলিশ পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক তথ্য মতে আজ রাজধানীতে সারাদিনে ৫৬৬ জনকে সরকার ঘোষিত আইন ভঙ্গ করার কারণে গ্রেফতার করা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে  ১৬৪ জনকে ১২৬২০০ টাকা জরিমানা করা হয়েছে।

নগর পুলিশের পাশাপাশি ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪৩ টি গাড়িকে ১০২১০০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

একুশে সংবাদ/বেলাল/প

জাতীয় বিভাগের আরো খবর