সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমলনগর-রামগতি নদী বাঁধ সেনাবাহিনীর মাধ্যমে করার দাবিতে মানববন্ধন ও আনন্দ মিছিল

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ৮ জুন, ২০২১

মেঘনার ভয়াবহ ভাঙ্গন থেকে লক্ষীপুরের কমলনগর-রামগতি উপজেলার ৭লক্ষ মানুষকে বাঁচাতে ৩১০০ কোটি টাকার নদী বাঁধের প্রকল্প একনেক মিটিং - এ পাসকরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও লক্ষীপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঘোড়া গাড়ি যোগে আনন্দ মিছিলের আয়োজন করে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ। আনন্দ মিছিল শেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এর আয়োজন করে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ। উক্ত আনন্দ মিছিল ও মানববন্ধন এর সভাপতিত্ব করেন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব ও ক্রীড়া কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ আঃ জাহের সাজু। 

এছাড়াও উপস্থিত ছিলেন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের নেতৃবৃন্দ ও এই এলাকার সাধারণ জনগন। উক্ত মানববন্ধনে মোঃ আঃ জাহের সাজু বলেন, ২০ বছর ধরে ভাঙ্গন কবলিত বিধ্বস্ত, বিপর্যস্ত রামগতি কমলনগরের জন্য বরাদ্দ দেওয়ায় সাত লক্ষ মানুষ আনন্দে উদ্বেলিত কিন্তু সাধারণ ঠিকাদার দিয়ে বাঁধ নির্মাণ করলে এক বছরের মধ্যেই বিলীন হয়ে যাবার আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। তাই এই প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণের দাবী জানান তিনি।

 

 

একুশে সংবাদ /রাফি

জাতীয় বিভাগের আরো খবর