সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৩ পিএম, ৪ এপ্রিল, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মহান মুক্তিযুদ্ধের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, স্বাধীন স্মৃতি পদক ২০২১ প্রদান উপলক্ষে, বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ৭১ স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় এক  অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি।

মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাফর ইকবাল নান্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আযম খসরু।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী এ্যাড.শামসুল হক টুকু এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ট্র্যাবুনালের স্বাক্ষী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা এম.পি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান, বঙ্গবন্ধু ৭১ মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ৭১ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান মনির,সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্লোগান ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ করার লক্ষ্যে, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী রাখতে মুক্তি যোদ্ধার সন্তানদের ঐক্যবধ্য থাকার আহবান জানান বক্তারা।


একুশে সংবাদ/রা/আ

জাতীয় বিভাগের আরো খবর