সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৭ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
ফাইল ছবি

আগামী ৭ এপ্রিল থেকে দেশব্যাপী করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং পুনঃনির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। সারা দেশে গত ৭ ফেব্রুয়ারি একযোগে টিকা দেওয়া শুরু হয়।

টিকা নিতে দেশে ইতোমধ্যে ৩৬ লাখ ৪৩ হাজার ২৫৯ জন মানুষ নিবন্ধন করেছেন।

জাতীয় বিভাগের আরো খবর