সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যারা পেলেন একুশে পদক 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২১

একুশে পদক প্রদান ২০২১,ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোট২১ জনকে দেওয়া হয়েছে একুশে পদক। ভাষা আন্দোলনে গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে 'একুশে পদক' পেয়েছেন (মরনোওর) ভূষিত করা হয়েছে মরহুম মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাষ্টার), মরহুম শামছুল হক,মরহুম আফসার উদ্দীন আহমেদ (আ্যাডভোকেট),বেগম পাপিয়া সারোয়ার, জনাব রাইসুল ইসলাম আসাদ,জনাব সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম),জনাব আহমেদ ইকবাল হায়দার, সৈয়দ সালাউদ্দীন জাকী,ড.ভাস্কর বন্দ্যোপাধ্যায়,জনাব পাভেল রহমান,জনাব গোলাম হাসনায়েন,জনাব ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা, জনাব অজয় দাশগুপ্ত, অধ্যাপক ড.অসীম কুমার সাহা,মাহফুজ খানম,ড.মির্জা আব্দুল জলিল, প্রফেসর কাজী কামরুজ্জামান, কবি কাজী রোজী,জনাব বুলবুল চৌধুরী, জনাব গোলাম চৌধুরী।


একুশে সংবাদ/ র.রা /এস

জাতীয় বিভাগের আরো খবর