সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ করোনা ভ্যাকসিনের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ১০:০১ এএম, ২৭ জানুয়ারি, ২০২১

আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে।তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করবেন। এদিন প্রথম একজন নার্সের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার ২৫ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। বুধবার বিকাল সাড়ে তিনটায় কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে।

একুশে সংবাদ/ এ /এস

জাতীয় বিভাগের আরো খবর