সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গত আট মাসে করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২০ জানুয়ারি, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে,যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৫০জনে। সবশেষ গতবছরের সব কম মৃত্যু হয় ৮ মে। সেদিন ৭ জনের মৃত্যুর খবর এসেছিল। 

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৬৫৬  জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৬৮৭  জন করোনা রোগী।

আজ বুধবার (২০ জানুয়ারি) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন  ৬১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

মারা যাওয়া ৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন ও ষাটোর্ধ্ব পাচজন। আটজনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন ও চট্টগ্রামে একজন।

একুশে সংবাদ/ অমৃ

জাতীয় বিভাগের আরো খবর