সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জুনে ২০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে : স্বাস্থ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে তিন কোটি ভ্যাকসিনের ডোজ আমরা পাব। জনসংখ্যার ২০ ভাগ সেই ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিন দিতে ছয়মাস লাগবে।জুনে কোভেক্সের ভ্যাকসিন আসবে। কিন্তু যারা ১৮ বছরের নিচে তাদের এই ভ্যাকসিন দেয়া যাবে না। পৃথিবীর কোথাও তাদের ভ্যাকসিন দেয়া হচ্ছে না এবং তাদের ট্রায়ালও হয়নি।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে হু ভ্যাকসিনের ল্যাব অনুমোদন দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিকমানের। করোনার যে ভ্যাকসিন আসবে তা এখানে পরীক্ষা করা হবে। 

তিনি আরও জানান, করোনার ভ্যাকসিন কেনার অর্ডার পাঠিয়ে দেওয়া হচ্ছে। যখনই অক্সফোর্ডের ভ্যাকসিন হু’র অনুমোদন পাবে তখনই বাংলাদেশ সেটা পাবে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও চিকিৎসায় বাংলাদেশ যে ভালোভাবে কাজ করছে এর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ। এক্ষেত্রে আমরা আমেরিকা ও ভারতকেও পেছনে ফেলেছি। সবার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।

একুশে সংবাদ/আর/এস

জাতীয় বিভাগের আরো খবর